ভিডিপি দিবস-২০১৮ উদযাপন ও ৩৮তম জাতীয় সমাবেশের শুভ উদ্বোধন
৫ জানুয়ারী ২০১৮খ্রি. তারিখে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে দেশ ব্যপী ভিডিপি দিবস-২০১৮ উদাযাপিত হয়। দিবসটি পালনে এবারের প্রতিপাদ্য বিষয় ছিল 'ঘরে ঘরে শান্তি চাই, উন্নত সমাজ গড়তে চাই’। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনির মহাপরিচালক মেজর জেনারেল শেখ পাশা হাবিব উদ্দিন এসজিপি, এএফডব্লিউসি, পিএসসি মহোদয় ভিডিপি দিবস-২০১৮ এবং ৩৮তম জাতীয় সমাবেশের শুভ উদ্বোধন ঘোষনা করেন। এ উপলক্ষ্য একাডেমীতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এ সকল আনুষ্ঠানিকতায় বাহিনীর বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ, সদস্য-সদস্যা এবং ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। দিবসটি একযোগে ৬৪টি জেলাতেও সাড়ম্বরে পালিত হয়। মাঠ পর্যায়ের ভিডিপি সদস্য-সদস্যাগণকে উজ্জীবিত করা ছিল এ দিবস পালনের অন্যতম লক্ষ্য।